পৃষ্ঠাসমূহ

blogger widgets

Hacking

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন । আমার আগের টিউন টা করে অনেক উৎসাহ পাইছি । তাই  আগকে আবার আর একটা মারাত্মক ত্রাজন ভাইরাস দিয়ে কিভাবে অন্যজনের পিসি কন্ট্রোল করা যায় এবং কিভাবে এই ভাইরাসের আক্রমন থেকে বাছা যায়। কিছু দিন আগেও  আমাদের ধারনা ছিল হ্যাকিং জিনিস টা অনেক খারাপ । কিন্তু এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে হ্যাকিং যুদ্ধ দেখে সবাই চায় হ্যাকিং শিখতে। আসলে হ্যাকিং শিখার তেমন কিছু নাই। হ্যাকিং করতে হয় নিজের বুদ্ধি থেকে। প্রত্যেকটা

favicon

আপনার ব্লগারে লগইন করুন।
২. Design থেকে Edit HTML এ ক্লীক করুন।



৩. এবার নিচের কোডটি খুজুন।

৪. যে  কোডটি খুজে পেলেন তার উপরে নিচের কোডটি টাইপ করুন।

web cam

গোয়েন্দা শব্দটা শুনলেই কেমন যেন একটা রোমাঞ্চ ভাব শরীরে চলে আসে। ছোট বেলায় যখন তিন গোয়েন্দা পড়েছি তখন নিজেকে কিশোর পাশা ভাবতেই ভাল লাগতো। সেটা বাস্তবে সম্ভব না হলেও কিছুটা গোয়েন্দাগিরির স্বাধ মিটাতে পারে আপনার ওয়েবক্যাম।
কি নড়েচড়ে বসেছেনতো? তাহলে শুনুন আসল কাহিনি।

leptop

আমার ল্যাপটপ কেনার ক্রাইটেরিয়া ছিল এরকমঃ

১) পারফরমেন্স হতে হবে দুর্দান্ত , যেকোনো গেম বা থ্রিডি এপ্লিকেশন ভাল করে চালাতে হবে।
২) প্রসেসর হতে মাল্টি কোর , মানে এট লিস্ট কোয়াড কোর।
৩) র‍্যাম যত বেশি তত ভাল।
৪) ইউ এস বি পোর্ট যত বেশি তত ভাল।
৫) ডিজাইন টা দৃষ্টিনন্দন হলে ভাল।
৬) স্পিকার সিস্টেম টা যত সফিস্টিকেটেড ততই ভাল।
৭) স্ক্রিন টা একটু বড় হলে ভাল। যারা নেটবুক ইউজ করেছেন তারা হাড়ে হাড়ে টের পাবেন বড় স্ক্রিনের প্রয়োজনীয়তা।আর গ্রাফিক্স এর কাজ করতে হলে যত বড় স্ক্রিন তত ভাল।
8) বাজেট নেগশিয়েবল, পছন্দটাই আগে দরকার।
clickbd আর cellbazaar ঘুরে খুব একটা হাই এন্ড ল্যাপটপ পেলাম না , যেগুলা পেলাম অগুলার দাম এমন হাকা হয় যেটা থেকে নতুন কিনলে কমে পাওয়া যাবে। তাই বের হয়ে গেলাম ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ কিনতে। অনেক ঘুরেফিরে আইডিবি এর একটা দোকানে পেলাম আমার পছন্দসই সেই ল্যাপটপ। HP pavilion DV6-6107tx
চির-অন্ধকার মহাসমুদ্রে ভাসমান মুক্তোদানার তুল্য নয়নাভিরাম উজ্জ্বল নীল গ্রহ আমাদের এই পৃথিবী। আমাদের এই পৃথিবীতেই রয়েছে স্রষ্টার এক অনন্য কীর্তি বিষ্ময়কর জীবন। যার অনুরুপতা আমাদের এই মহাবিশ্বে বড়ই দুর্লভ। মৃত্যুময় শীতল অন্ধকারাচ্ছন্ন শুন্যতার মহাসমুদ্রে প্রতি সেকেন্ডে ৩০ কিঃ মিঃ তীব্র গতিবেগ নিয়ে ধাবমান এই পৃথিবীর জীবনের প্রবাহকে অটুট রাখার জন্য মহান স্রষ্টা সৃষ্টি করে রেখেছেন হাজারো বিষ্ময়কর ব্যবস্থা। এমনি একটি জীবন রক্ষাকারী সৃষ্টি উপাদান হল আমাদের বায়ুমন্ডল। পৃথিবীর বায়ুমন্ডল, এর জীবমন্ডলের জন্য এক বিষ্ময়কর কৃপা। বায়ুমন্ডল জীবনকে বাঁচিয়ে রেখেছে এক অপূর্ব মহিমায়। আসুন আমরা দেখি কিভাবে বায়ুমন্ডল এক অদৃশ্য ছাদ হয়ে আমাদেরই অজ্ঞাতে আমাদেরকে ধ্বংশের হাত থেকে রক্ষা করে যাচ্ছে প্রতিমুহূর্তে, যার ফলশ্রুতিতে এই পৃথিবীতে জীবন বয়ে চলছে অতি স্বাচ্ছন্দে!

CV

আপনার জীবনবৃত্তান্ত (CV) হচ্ছে একজন সম্ভাব্য চাকুরীদাতার কাছে একজন চাকুরীপ্রার্থী হিসাবে উপস্থাপন করার প্রাথমিক মাধ্যম ৷ কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় চাকুরীপ্রার্থীরা তাদের জীবনবৃত্তান্ত সুন্দর এবং সঠিকভাবে তৈরী করার ব্যপারে গুরুত্ব প্রদান করে না ৷ ফলশ্রুতিতে অনেক যোগ্য প্রার্থীই Job Interview তে ডাক পায় না এবং যোগ্যতা প্রমানের সুযোগ থেকে বঞ্চিত হয় ৷
আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় অনেক প্রকার সফটওয়্যার ইন্সটল করে ব্যবহার করে থাকি। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, এত সফটওয়্যার ইন্সটল করার পর আপনার পিসির কি অবস্থা হয়?? সবাই হয়ত জানেন, তারপরও বলি, পিসি স্লো হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল বেশী বেশী সফটওয়্যার ইন্সটল করা। কারণ প্রথমত সফটওয়্যার ইস্নটল করলে সি-ড্রাইভের উপড় অনেক চাপ পরে। তাছাড়া রেজিস্ট্রিতে অনেক ফাইল জমা হয় এবং অন-ইন্সটল করার সময় রিস্টোর পয়েন্ট তৈরী করা হয়। যার ফলে আপনার সাধের পিসি ধীরে ধীরে স্লো হয়ে পরে।

printer

CISS হল Continuous ink supply system এর সংক্ষিপ্ত রূপ। এটা নানা সংক্ষিপ্ত রূপে পরিচিত। যেমন: CIS (continuous ink system), continuous flow system (CFS)automatic ink refill system (AIRS), bulk feed ink system, off-axis ink delivery system ইত্যাদি। সবগুলোই একটি
বন্ধুগণ আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় খুবই ভাল আছি। আজ আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ সফটওয়ার শেয়ার করব। যারা EPSON R230/R230x কিংবা অন্য কোন মডেলের EPSON প্রিন্টার ব্যবহার করেন তাদের জন্য এই সফটওয়ারটি মাস্ট ওয়ানটেড। আপনারা হয়তবা অনেকেই জানেন যে EPSON প্রিন্টারে একটি নিদিৃষ্ট পরিমান Photo কিংবা অন্য কোন ডকোমেন্ট প্রিন্ট দেওয়ার পর Service Life শেষ হয়ে যায়। এটিকে অনেকে EPSON Printer

mobile

সকল কোম্পানির সিমের নাম্বার জানার সহজ উপায়
গ্রামীনফোন ইউজাররা ডায়াল করুন - *111*8*2#
বাংলালিংক ইউজাররা ডায়াল করুন - *666#
রবি ইউজাররা ডায়াল করুন - *140*2*4#
এয়ারটেল ইউজাররা ডায়াল করুন - *121*6*3#

internet8

ওয়েবসাইটের সৌন্দর্য অনেকটা এইরকম

ওয়েবসাইটের অ্যাড্রেস ঃ http://vx.netlux.org/vl.php
এবার আপনি ওয়েবসাইটে গিয়ে অনেক ভাইরাস এর কালেকশন পাবেন । আমি সিলেক্ট করেছি

computer8

CISS হল Continuous ink supply system এর সংক্ষিপ্ত রূপ। এটা নানা সংক্ষিপ্ত রূপে পরিচিত। যেমন: CIS (continuous ink system), continuous flow system (CFS)automatic ink refill system (AIRS), bulk feed ink system, off-axis ink delivery system ইত্যাদি। সবগুলোই একটি জিনিসকে নির্দেশ করে। বিভিন্ন জায়গায় ড্রাম হিসেবেও পরিচিত।

প্রিন্টার কেনা:

প্রিন্টার কিনতে দোকানে গেলাম। একটা পছন্দ হয়ে গেল, মডেল হল Epson Stylus Inkjet T13 । CISS এর কথা বললে দোকানদার বলেন যে CISS নিলে নাকি প্রিন্টারের Warranty Void/ Invalid হয়ে যাবে। হোক তাতে কী?! Warranty ধুয়ে পানি খাব নাকি? Warranty তে তো আমাকে নতুন প্রিন্টার কিংবা যন্ত্রাংশ দিবে না; আর CISS অনেক সস্তা। অতদাম দিয়ে বারবার কার্ট্রিজ কিনতে গেলে আমার বাপ-দাদা চৌদ্দগুষ্টি ফতুর হয়ে যাবে। তারচেয়ে CISS লাগানো অনেক ভাল। দোকানদারকে দিয়ে CISS লাগিয়ে নিলাম; উনি ফ্রিতে লাগিয়ে দিলে আমি শুধু শুধু কষ্ট করতে যাব কেন? (আসলে এইসব কাজে ভয় পাই  8)  ) যাই হোক, প্রিন্টার কিনতে ৪০০০/-৳ এবং CISS এর দাম পড়ল ৯০০/-৳ । বাকি ১০০/-৳ দিয়ে বাসায় এসে পড়লাম।

islamic

এই সফটওয়্যারটির নাম "তাফহীমুল কুরান" (Tafhimul Quran)। আমার এটি খুবই ভাল লেগেছে, আশা করি আপনাদেরও ভাল লাগবে। বিশেষ করে, যারা কম্পুতে একটি Standarad মানের কুরান Software চান তাদের জন্য খুবই উপকারী।

software

এই পোর্টেবল সফটওয়্যারটির ভিতরে আপনি পাবেন টেক্সট মেকার যা সরাসরি মাইক্রোসফট অফিস ওয়ার্ড সাপোর্ট করে।এছাড়াও পাবেন প্ল্যান মেকার এবং প্রেজেন্টেশন।আপনি যদি ভারি ভারি অফিস গুলো ব্যবহারে অভ্যস্ত না হয়ে থাকেন তবে এই সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন হয়তো কাজে লাগবে।আরো বিস্তারীত জানতে এখানে ক্লিক করে ঘুরে আসুন অফিসিয়াল সাইট থেকে হয়তো আপনার তৃষ্ণা মিটতেও পারে।

computer7

জারা একেবারে নতুন তাদের কে আমি সরাসরি উবুন্টু সেটআপ দিতে মানা করব। কারন এটা উইন্ডোজ থেকে একেবারে আলাদা। তাই প্রথমে এইখানে গিয়ে অনেক কিছুই বুজবেন না। বরং বিরক্ত হয়ে ব্যবহার করা বাদ দিয়ে দিবেন। তাতে করে আপনার ই কিছু অজানা থেকে যাবে। তাই আমি বলব আপনারা প্রথমে VirtualBox বা VMware এ উবুন্টু সেটআপ করে কিছু দিন ব্যবহার করুন যখন আপনি মনে করবেন যে আপনি এখন মোটামুটি ভাবে উবুন্টু এর সকল ফিচার জানেন এবং আলাদা ভাবে এইটা ব্যবহার করতে গিয়ে ঝামেলায় পরবেন না তখনি কেবল উবুন্টু সরাসরি সেটআপ দিন। **********
((((প্রথমেই দুক্ষ প্রকাশ করে নিতছি…পোস্ট টি অনেক বড় হয়ে  গেছে……
এরচাইতে ছুট করতে পারলাম না………..দুক্ষিত…..))))
আমরা অনেক সময় অনেক প্রয়োজনীয় জিনিস ডাউনলোড করি যা এমন কিছু ওয়েব-সাইটে থাকে যেগুলো থেকে ডাউনলোড করতে গেলে আমরা সম্পূর্ণ ডাউনলোড স্পীড এবং রিজিউম করার শুবিধা থেকে বঞ্চিত হই। এমনি কিছু ওয়েব-সাইট থেকে আমরা সহজেই  সম্পূর্ণ স্পীড এবং রিজিউম করার শুবিধা পেতে পারি এই লিঙ্ক টার মাধ্যমে http://rapidrar.com/
ওয়েব-সাইট টি ওপেন করে Enter Your Link Here এই লেখাটির নিচের বক্সে আপনার ডাউনলোড

internet7

Internet6

আজ আপনাদের জন্য এমন একটা জিনিস নিয়া আসছি আপনাদের মনটা জয় করে ছাড়ব। আপনি যদি আপনার ডেস্কটপ আরেকজনকে আর আর আরেকজনের টা নিজে দেকতে পারেন তাহলে কেমন হয়?
আর যদি তার সাথে সাথে তার কম্পিউটার কন্ট্রোল করতে পারেন তাহলে কেমন হয়? আমার মনে হয় আপনারা ভাবছেন পাগলটা বলে কি। আমি আমার রুমে বসে আমার মাউস দিয়া কি করে আরেকজনের পিসি কন্ট্রোল করব।
হা আজ আমি তাই নিয়া আসছি আপনাদের জন্য। এখনি সুরু করছি। প্রথমে ১ টা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। কি ভাবছেন না জানি কত বর। চিন্তা করার কারন নাই  ১.৪৯ মেগাবিট। িচে ক্লিক করে ডাউনলোড করে নিন ফ্রী।
http://www.mediafire.com/?9cuas9baxhb7lzu

ডাউনলোড হয়ে জাবার পর রান করতে হবে। রান করার পর আপনার ডেস্কটপ এর উপরে একটা আইকন আসবে। সেই আইকন এর উপরে দেকবেন   join.me/993-050-233  এরকম কোড নাম্বার দেয়া থাকবে। যদি না থাকে তাহলে আইকন এর বাম দিকে দেকবেন ফোন এর মত একটা চিহ্ন আছে তার সামনে মাউস এর কারসার নিয়ে ধরলে দেকবেন Get conference number লিখা আসবে। তার উপরে ক্লিক করলে দেকবেন উপরে খালি জায়গাতে কোড আসছে। কোড টা কপি করে আপনার ফ্রেন্ড কে দিবেন। আপনার ফ্রেন্ড সেই কোড টা কপি করে নিচের ওয়েব সাইট এ ক্লিক করে সাইট ওপেন হবে নিচের ফটোর মতঃ
https://join.me/

এখানে আপনার ফ্রেন্ড কে join লেখার পাশে খালি ঘরে paste করতে হবে আপনার দেয়া কোড টা। তাহলে আপনার ফ্রেন্ড আপনি আপনার কম্পিউটার এ কি করছেন সব দেকতে পারবে। এবার ঠিক আগের মত আপনার ফ্রেন্ড এর কোড টা আপনি আপনার কম্পিউটার এ আগের দেয়া সাইট এ গিয়ে ঠিক সেখানে paste করবেন। তাহলে আপনি আপনার ফ্রেন্ড এর ডেস্কটপ দেকতে পারবেন।
এখন দেকা যাক কি করে পিসি কন্ট্রোল করা যায়। তার জন্য আপনাকে আপনার ডেস্কটপ এর যে উপরে আইকন টা আছে তার ডান দিকে দেকবেন নিচে মাউস এর মত চিহ্ন আছে তার উপরে ক্লিক করলে দেকবেন আপনার ফ্রেন্ড এর কম্পিউটার এ request গেয়াছে । আপনার ফ্রেন্ড ইয়েস ক্লিক করলে আপনি তার মাউস কন্ট্রোল করতে পারবেন। ঠিক এভাবে আপনার ফ্রেন্ড আপনাকে request পাঠালে আপনি ইয়েস করে দিবেন এখন আপনার ফ্রেন্ড আপনার মাউস কন্ট্রোল করতে পারবে।
কি খুব মজা না? আপনাদের ভাল লাগছে কি না জানিনা কিন্তু আমার কাছে কুব ভাল লাগছে।
আসলে আমি কোন tune কপি paste করি না। আপনারা কি মনে করেন জানিনা। আর আমি বাংলাদেশ থাকি না তাই বেশি পোস্ট দিতে পারি না। আমি মালায়সিয়া থাকি তাই কাজ করার পর রুমে আসার পর জা সময় পাই তখনি পোস্ট করার চেষ্টা করি।
যাক আর কি  লিখব।
আর আমার জন্য দোয়া করবেন। জেন পরবর্তীতে আপনাদের জন্য আরও ভাল কিছু আনতে পারি।
আল্লাহ্‌ হাফেজ

computer

  • এই টিউনে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি Pc টু Pc

computer1

আমাদের মধ্যে অনেকেই ATOM Processor নোটবুক ব্যাবহার করেন , আমিও ব্যাবহার করি।
But .. অনেক সময় অনেক important softwares (Encyclopedia Britannica, Virtual Dj) … games ইত্যাদি ইত্যাদি  install করতে পারিনা… এমনকি কোন ছবি দেখতে চাইলে বার বার উপরে নিচে

mobile

আসুন এবার দেথে নেই রুট করতে আমাদের কি কি লাগবে।
১) ফুল চার্জ দেয়া একটি আনলক এবং রুট বিহীন HTC ফোন
২) একটি ফুল চার্জ দেয়া ল্যাপটপ ( কারন মাঝপথে কারেন্ট চলে গেলে বিপদ)
৩) যে ফোনটি রুট করবেন তার ডেটা কেবল।
৪) ভাল মানের ইন্টারনেট কানেকশন ( Wimax হলে ভাল হয় )
৫) আর তিনটি সফটওয়ার যা আমরা ডাউনলোড করে নিবে।
৬) আপনার মোবাইলের মেমোরি কার্ডে 1 GB খালি জায়গা
এবার শুরু করা যাক।

computer2

অনেকদিন পর এলাম। সবাই ভাল আছেন নিশ্চয়ই? আজ আমি আপনাদের সাথে কিছু পরিচিত অপরিচিত সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো ফ্রি-ওয়্যার হলেও উইন্ডোজ এর ডিফল্ট অ্যাপ্লিকেশনের চেয়ে অনেকগুণ শক্তিশালী। যেখানে আমরা বিভিন্ন হালকা পাতলা সফটওয়্যার (তাও আবার ফ্রি) ব্যবহার করেই দৈনন্দিন জীবনের যাবতীয় কাজগুলো করে ফেলতে পারি সেক্ষেত্রে

computer3

  • টাস্ক ম্যানেজার এ কিছু অজানা প্রসেস(process) দেখবেন।
  • এই প্রসেস গুলোর নাম লিখে গুগল এ সার্চ দিন যদি দেখতে পান ভাইরাস বা ভাইরাস সম্পরকিত কোন কিছু দেখতে পান তাহলে বুঝবেন ওই প্রসেসটা ভাইরাস।

mobile1

যারা স্মার্টফোন ব্যাবহার করেন, তারা জানেন ডিফল্ট হিসেবে আপনার উইন্ডোজ, সিম্বিয়ান, আইওএস, কিংবা এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে কিছু বুক রিডার ও নিউজ রিডার অ্যাপ্লিকেশন দেয়া থাকে। দিনের শুরু, অবসর অথবা কোন লম্বা জার্নিতে সময় কাটানোর জন্য এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু

mobile2

আগের এই লেখাটিতে এনড্রেয়েডের কিছু ডিফল্ট আ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। এখানে এবং এর পরের কয়েকটা টিউনে আমার স্বল্প অভিজ্ঞতার আলোকে কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এই লেখাটাকে আমরা একটি সমবায় প্রচেষ্টা ধরে নিলে - অর্থাৎ মূল্যবান মন্তব্যের মাধ্যমে আপনারাও যদি যার যার অভিজ্ঞতাটুকু শেয়ার করেন তাহলে সকল এনড্রয়েড ব্যাবহারকারীরা উপকৃত হবেন।

mobile3

(এনড্রয়েড আ্যপ্লিকেশন প্রথম পর্বে আমি ডিফল্ট আ্যপ্লিকেশন সম্পর্কে কিছুটা ধারনা দেব। এগুলো অনেকেরই জানা, তবে নতুনদের জন্য উপকারী হতে পারে)

mobile4

মোবাইল অপারেটিং সিস্টেম এনড্রয়েড এখন অত্যন্ত জনপ্রিয় একটি নাম। এই জনপ্রিয়তার মূল কারণ হিসেবে মূলতঃ এর ওপেন সোর্স হওয়া এবং সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রফেশনাল ও আ্যামেচার এপ্লিকেশন ডেভেলপারদের একে যথেচ্ছ ব্যবহার করার স্বাধীনতাকেই চিহ্নিত করা যায়। অনেক পরে যাত্রা শুরু করেও এনড্রয়েড পাল্লা দিয়ে অনেক আগেই অন্যান্য মোবাইল অপারেটিং সিস্টেম যেমন সিমবিয়ান ওএস, আইওএস ইত্যাদিকে শুধু ধরেই ফেলেনি বরং এগিয়েও গেছে বেশ কিছু।

mobile5

আগের লিখাটায় রুটিং কি এবং কেন রুটিং করতে হয়, সে সম্পর্কে লিখেছিলাম। আজ লিখব, কীভাবে রুটিং করবেন। মনে রাখবেন, রুট করলে আপনার ওয়ারেন্টি অচল হয়ে যেতে পারে (আবার নাও হতে পারে)।

mobile6

স্যামসাং গ্যালাক্সী ট্যাবটা হাতে আসার পর এটা নিয়ে এক্সপেরিমেন্ট চালিয়েই যাচ্ছি। কিছু দিন বাদে হয়তো উৎসাহ হারিয়ে ফেলব (বরাবর যা হয় আর কি)। তাই, দেরি না করে ভাবলাম লিখে ফেলি ঝটপট।
শুরুতেই বলে রাখি, এই লেখা এনড্রয়েড বা লিনাক্স গুরুদের জন্য নয়। আম জনতার জন্য বলা কিছু কিছু কথা গুরুদের কাছে হাসির ব্যাপার হতে পারে। তাই লিনাক্স গুরুসকল! আপনারা সময় নষ্ট করবেন না।