আসুন এবার দেথে নেই রুট করতে আমাদের কি কি লাগবে।
১) ফুল চার্জ দেয়া একটি আনলক এবং রুট বিহীন HTC ফোন
২) একটি ফুল চার্জ দেয়া ল্যাপটপ ( কারন মাঝপথে কারেন্ট চলে গেলে বিপদ)
৩) যে ফোনটি রুট করবেন তার ডেটা কেবল।
৪) ভাল মানের ইন্টারনেট কানেকশন ( Wimax হলে ভাল হয় )
৫) আর তিনটি সফটওয়ার যা আমরা ডাউনলোড করে নিবে।
৬) আপনার মোবাইলের মেমোরি কার্ডে 1 GB খালি জায়গা
এবার শুরু করা যাক।
প্রথমে এখান থেকে S-OFF & Recovery Tool 0.4pre4 softwere টি ডাউনলোড করে নিন আপনার উইনডোজ লাপটপের জন্য । আপনার ব্রাউজার ওপেন রাখবেন কারন এখানে থেকে পরে আমরা এই সফটওয়ার চালানোর জন্য বেটা Key নিবো। নিচের ছবি দুটো আপনাদের আরও সাহায্য করবে।


এবার আপনার কম্পিউটারে HTC এর কোন সফটওয়ার ইন্সটল থাকলে আগে তা আনইন্সটল করুন। এবং এখান থেকে HTC fastboot drivers টি ডাউনলোড করুন এবং কম্পিউটারে ইন্সটল করুন। নিচের ছবিটি আপনাকে আরও সাহায্য করবে।

এবার এখান থেকে ফাইলটি ডাউনলোড ও আপনার মোবাইলের মেমোরি কার্ডে কপি করে পেস্ট করুন।

এবার আপনার মোবাইল USB debugging mode অন করতে হবে।Settings -> Applications -> Development -> USB debugging
USB debugging mode অন করে আপনার মোবাইলটি বন্ধ করে দিন। এবং Volume down Key চেপে ধরে Power Bottom চাপ দিন। নিচের ছবির মতো স্ক্রিন আসবে। এখান থেকে H boot Version দেখে নিন এবং কোথাও লিখে রাখুন । ব্যাটারি খুলুন এবং পুনোরায় লাগিয়ে সেটটি চালু করুন।

আপনার কম্পিউটারের সাথে কেবল দিয়ে আপনার মোবাইলটি কানেক্ট করুন। এবং S-OFF & Recovery Tool 0.4pre4 সফটওয়ারটি চালু করুন। এখান থেকে সিরিয়াল নং নিন এবং ওপেন রাখা ব্রাউজারে দিয়ে দিন অন্যান্য তথ্যসহ। কারন এখন আপনার হাতে সব তথ্য এসে গেছে এবং Genarate Key Press করুন। এখান থেকে আপনি Beta Key পাবেন এবং নিচের ছবির মতো দিয়ে Enter চাপুন। এবার আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি কোন রিকভারি সফটওযার ইনস্টল করতে চান কিনা, আপনি Y দিয়ে ইন্টার চাপুন । একটু অপেক্ষা করুন Done লেখা আসলে মোবাইলটি খুলে ফেলুন এবং মোবাইলটি রি-স্টার্ট করুন।

Volume down Key চেপে ধরে Power Bottom চাপ দিন । Volume Key ব্যবহার করে Recovery তে এসে truck ball দিয়ে কনফার্ম করুন। সেটটি রিকভারি মুডে নতুন করে চালু হবে। এবার Volume Key ব্যবহার করে Backup & Restore এ এসে Power bottom প্রেস করে Backup এ এসে truck ball দিয়ে কনফার্ম করুন। ১৫ মিনিট লাগবে ব্যাকআপ নিতে। হয়ে গেলে Powern Botton ব্যবহার করে Re boot এ এসে truck ball দিয়ে কনফার্ম করুন। সেটটি পুনারায় চালু হবে। এখানে নিচের নিওমগুলো মনে রাখবেন।
Volume key উপর নিচে মুভ করার জন্য
Power bottom পিছনে যাবার জন্য
Truck ball কোন কিছু সিলেক্ট করার জন্য


আসুন এবার সেটটিকে রুট করে ফেলি। সেটটি বন্ধ করে রিকভারি মুডে চালু করুন। এবং নিচের ছবির মত আপনার মোবাইলের কপি করা ফাইলটি ইনস্টল করুন।
ইনস্টল হয়ে গেলে সেটটি পুনরায় চালু করুন। আপনার এপলিকেশন ফোলডারে ঢুকে দেখে নিন Super user logo এসেছে এবং বুঝে নিন আপনার HTC Rooted mobile set.


এই পদ্ধোতিতে নিচের সেট গুলো রুট করা যাবে এবং কে কে করতে পারলেন সেটা জানার অপেক্ষায় রইলাম। সমস্যা হলে জানাবেন; চেষ্টা করবো সাহায্য করার জন্য।
HTC Desire (bravo) 0.93.0001, 1.02.0001
HTC Desire CDMA (bravoc) 1.06.0000
HTC Wildfire (buzz) 1.01.0001
HTC Aria (liberty) 1.02.0000
HTC Incredible S (vivo) 1.09.0000 and 1.13.0000
HTC Droid Incredible 2 (vivow) 0.97.0000 (Gingerbread only!)
HTC Desire S (saga) 0.98.0000 and 0.98.0002
HTC View (express) 1.09.0000 and 1.13.0000
HTC Flyer (flyer) 1.10.0000, 1.11.0003
HTC Sensation (pyramid) 1.17.0006, .0008, .0011 and .0012, 1.18.0000
HTC Evo 3D (shooter) 1.30.0000 and 1.40.0000
HTC EVO 3D GSM (shooteru) 1.49.0007, 1.49.0008
HTC Thunderbolt (mecha) 1.04.0000, 1.05.0000
HTC EVO 4G (supersonic) 2.15.0001, 2.16.0001
HTC myTouch Slide 4G (doubleshot) 1.44.0007
Revolutionary will permanently unlock NAND write protection by default on the following phones:
HTC Sensation (pyramid)
HTC Evo 3D (shooter)
HTC EVO 3D GSM (shooteru)
HTC myTouch Slide 4G
১) ফুল চার্জ দেয়া একটি আনলক এবং রুট বিহীন HTC ফোন
২) একটি ফুল চার্জ দেয়া ল্যাপটপ ( কারন মাঝপথে কারেন্ট চলে গেলে বিপদ)
৩) যে ফোনটি রুট করবেন তার ডেটা কেবল।
৪) ভাল মানের ইন্টারনেট কানেকশন ( Wimax হলে ভাল হয় )
৫) আর তিনটি সফটওয়ার যা আমরা ডাউনলোড করে নিবে।
৬) আপনার মোবাইলের মেমোরি কার্ডে 1 GB খালি জায়গা
এবার শুরু করা যাক।
প্রথমে এখান থেকে S-OFF & Recovery Tool 0.4pre4 softwere টি ডাউনলোড করে নিন আপনার উইনডোজ লাপটপের জন্য । আপনার ব্রাউজার ওপেন রাখবেন কারন এখানে থেকে পরে আমরা এই সফটওয়ার চালানোর জন্য বেটা Key নিবো। নিচের ছবি দুটো আপনাদের আরও সাহায্য করবে।
এবার আপনার কম্পিউটারে HTC এর কোন সফটওয়ার ইন্সটল থাকলে আগে তা আনইন্সটল করুন। এবং এখান থেকে HTC fastboot drivers টি ডাউনলোড করুন এবং কম্পিউটারে ইন্সটল করুন। নিচের ছবিটি আপনাকে আরও সাহায্য করবে।
এবার এখান থেকে ফাইলটি ডাউনলোড ও আপনার মোবাইলের মেমোরি কার্ডে কপি করে পেস্ট করুন।
এবার আপনার মোবাইল USB debugging mode অন করতে হবে।Settings -> Applications -> Development -> USB debugging
USB debugging mode অন করে আপনার মোবাইলটি বন্ধ করে দিন। এবং Volume down Key চেপে ধরে Power Bottom চাপ দিন। নিচের ছবির মতো স্ক্রিন আসবে। এখান থেকে H boot Version দেখে নিন এবং কোথাও লিখে রাখুন । ব্যাটারি খুলুন এবং পুনোরায় লাগিয়ে সেটটি চালু করুন।
আপনার কম্পিউটারের সাথে কেবল দিয়ে আপনার মোবাইলটি কানেক্ট করুন। এবং S-OFF & Recovery Tool 0.4pre4 সফটওয়ারটি চালু করুন। এখান থেকে সিরিয়াল নং নিন এবং ওপেন রাখা ব্রাউজারে দিয়ে দিন অন্যান্য তথ্যসহ। কারন এখন আপনার হাতে সব তথ্য এসে গেছে এবং Genarate Key Press করুন। এখান থেকে আপনি Beta Key পাবেন এবং নিচের ছবির মতো দিয়ে Enter চাপুন। এবার আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি কোন রিকভারি সফটওযার ইনস্টল করতে চান কিনা, আপনি Y দিয়ে ইন্টার চাপুন । একটু অপেক্ষা করুন Done লেখা আসলে মোবাইলটি খুলে ফেলুন এবং মোবাইলটি রি-স্টার্ট করুন।
Volume down Key চেপে ধরে Power Bottom চাপ দিন । Volume Key ব্যবহার করে Recovery তে এসে truck ball দিয়ে কনফার্ম করুন। সেটটি রিকভারি মুডে নতুন করে চালু হবে। এবার Volume Key ব্যবহার করে Backup & Restore এ এসে Power bottom প্রেস করে Backup এ এসে truck ball দিয়ে কনফার্ম করুন। ১৫ মিনিট লাগবে ব্যাকআপ নিতে। হয়ে গেলে Powern Botton ব্যবহার করে Re boot এ এসে truck ball দিয়ে কনফার্ম করুন। সেটটি পুনারায় চালু হবে। এখানে নিচের নিওমগুলো মনে রাখবেন।
Volume key উপর নিচে মুভ করার জন্য
Power bottom পিছনে যাবার জন্য
Truck ball কোন কিছু সিলেক্ট করার জন্য
আসুন এবার সেটটিকে রুট করে ফেলি। সেটটি বন্ধ করে রিকভারি মুডে চালু করুন। এবং নিচের ছবির মত আপনার মোবাইলের কপি করা ফাইলটি ইনস্টল করুন।
ইনস্টল হয়ে গেলে সেটটি পুনরায় চালু করুন। আপনার এপলিকেশন ফোলডারে ঢুকে দেখে নিন Super user logo এসেছে এবং বুঝে নিন আপনার HTC Rooted mobile set.
এই পদ্ধোতিতে নিচের সেট গুলো রুট করা যাবে এবং কে কে করতে পারলেন সেটা জানার অপেক্ষায় রইলাম। সমস্যা হলে জানাবেন; চেষ্টা করবো সাহায্য করার জন্য।
HTC Desire (bravo) 0.93.0001, 1.02.0001
HTC Desire CDMA (bravoc) 1.06.0000
HTC Wildfire (buzz) 1.01.0001
HTC Aria (liberty) 1.02.0000
HTC Incredible S (vivo) 1.09.0000 and 1.13.0000
HTC Droid Incredible 2 (vivow) 0.97.0000 (Gingerbread only!)
HTC Desire S (saga) 0.98.0000 and 0.98.0002
HTC View (express) 1.09.0000 and 1.13.0000
HTC Flyer (flyer) 1.10.0000, 1.11.0003
HTC Sensation (pyramid) 1.17.0006, .0008, .0011 and .0012, 1.18.0000
HTC Evo 3D (shooter) 1.30.0000 and 1.40.0000
HTC EVO 3D GSM (shooteru) 1.49.0007, 1.49.0008
HTC Thunderbolt (mecha) 1.04.0000, 1.05.0000
HTC EVO 4G (supersonic) 2.15.0001, 2.16.0001
HTC myTouch Slide 4G (doubleshot) 1.44.0007
Revolutionary will permanently unlock NAND write protection by default on the following phones:
HTC Sensation (pyramid)
HTC Evo 3D (shooter)
HTC EVO 3D GSM (shooteru)
HTC myTouch Slide 4G