প্রযুক্তি জগতে যারা নিয়মিত তাদের অনেকেই হয়তো জানেন যে লিনাক্স বেসড ওপেন সোর্স অপারেটিং সিস্টেমগুলোর জনপ্রিয়তা বর্তমানে উল্লৈখযোগ্য হারে বাড়ছে। আর এসব ওপেন সোর্স অপারেটিং সিস্টেমগুলোর মাঝে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে উবুন্টু। বাংলাদেশেও উবুন্টু ব্যবহারকারীর সংখ্যা এখন কম নয়। কিন্তু উইন্ডোজের সাথে এর বেশ পার্থক্য থাকায় প্রথমদিকে অনেকেই উবুন্টু ব্যবহার করতে কিছু সমস্যার সম্মুখীন হন। আজকের পোস্টটা মূলত তাদের জন্যই অর্থাৎ নতুন উবুন্টু ব্যবহারকারীদের জন্য।

বলে রাখা ভালো এসব সমস্যায় আসলে ঘাবড়ানোর কিছুই নেই! একবার উবুন্টুর মজা পেলে দ্বিতীয়বার কেউ সহজে উইন্ডোজের দিকে পা বাড়ায়না, এর জলজ্যান্ত প্রমাণ আমি নিজেই 
উবুন্টু ব্যবহার করতে গিয়ে প্রথমদিকেই ব্যবহারকারীরা যে সমস্যায় পড়েন সেটা হল বাংলা লেখা। আমি নিজেও এই সমস্যায় পড়েছিলাম বছরখানেক আগে। আমি ইউনিজয় দিয়ে লিখতে অভ্যস্থ তাই অন্য লেআউট দিয়ে লিখতে পারছিলামনা। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, একদিনের মাঝেই ইউনিজয় দিয়ে লেখা শুরু করলাম। বর্তমান ব্যবহারকারীদের মধ্যে আমার মতে ইউনিজয় ও ফোনেটিক এর প্রচলনই বেশি তাই এই দুটি নিয়েই আমি পোস্ট দিচ্ছি। আপনি চাইলে অভ্র ফোনেটিক দিয়েও উবুন্টুতে বাংলা লিখতে পারেন।
ইউনিজয়ঃ
প্রথমেই ইউনিজয় লেআউটে বাংলা লেখার পদ্ধতি সম্পর্কে বলি। এজন্য System > Administration থেকে Synaptic Package Manager খুলুন। পাসওয়ার্ড দেয়া থাকলে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে চালু করুন। এবার Search বক্সে m17n লিখে সার্চ করুন। সেখান থেকে m17n-db এবং scim-m17n প্যাকেজ দুটি বাছাই করে Mark For Installation দিয়ে Apply দিয়ে ইন্সটল করুন। প্যাকেজ ডাউনলোড হয়ে ইন্সটল করা পর্যন্ত অপেক্ষা করুন।

আপনি চাইলে Synaptic Package Manager দিয়ে ইন্সটল করতে না চাইলে সরাসরি Terminal দিয়েও ইন্সটল করতে পারেন। এজন্য Applications > Accessories থেকে Terminal খুলে নিচের কমান্ডটি কপি করে দিন দিন:
$

ডাউনলোড ও ইন্সটলের কাজ শেষ ! এবার Applications > Accessories থেকে Terminal খুলে নিচের কমান্ডটি দিন:
$


ব্যস, আপনার কাজ শেষ! এবার কম্পিউটার রিস্টার্ট দিন এবং Ctrl+Space চেপে ইউনিজয় চালু করে ইন্টারনেট ব্রাউজারসহ যেকোন Application এ বাংলা লিখুন!
উবুন্টু
উবুন্টু ব্যবহার করতে গিয়ে প্রথমদিকেই ব্যবহারকারীরা যে সমস্যায় পড়েন সেটা হল বাংলা লেখা। আমি নিজেও এই সমস্যায় পড়েছিলাম বছরখানেক আগে। আমি ইউনিজয় দিয়ে লিখতে অভ্যস্থ তাই অন্য লেআউট দিয়ে লিখতে পারছিলামনা। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, একদিনের মাঝেই ইউনিজয় দিয়ে লেখা শুরু করলাম। বর্তমান ব্যবহারকারীদের মধ্যে আমার মতে ইউনিজয় ও ফোনেটিক এর প্রচলনই বেশি তাই এই দুটি নিয়েই আমি পোস্ট দিচ্ছি। আপনি চাইলে অভ্র ফোনেটিক দিয়েও উবুন্টুতে বাংলা লিখতে পারেন।
ইউনিজয়ঃ
প্রথমেই ইউনিজয় লেআউটে বাংলা লেখার পদ্ধতি সম্পর্কে বলি। এজন্য System > Administration থেকে Synaptic Package Manager খুলুন। পাসওয়ার্ড দেয়া থাকলে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে চালু করুন। এবার Search বক্সে m17n লিখে সার্চ করুন। সেখান থেকে m17n-db এবং scim-m17n প্যাকেজ দুটি বাছাই করে Mark For Installation দিয়ে Apply দিয়ে ইন্সটল করুন। প্যাকেজ ডাউনলোড হয়ে ইন্সটল করা পর্যন্ত অপেক্ষা করুন।
Synaptic Package Manager
$
sudo apt-get install m17n-db scim-m17nএখানে $ ব্যবহার করেছি কমান্ড বোঝাতে, এটা সাধারনত Terminal এ কিছু লেখার আগেই দেয়া থাকে তাই $ কপি করার কোন প্রয়োজন নেই। কমান্ডটি দিয়ে Enter দিলেই প্যাকেজ দুটি ইন্সটল হয়ে যাবে।
Terminal
$
sudo gedit /etc/X11/Xsession.d/90im-switchএই কামান্ডটি দেয়ার পর Enter করলে নোটপ্যাডের মত একটি টেক্সট এডিটর আসবে। সেখানে কিছু থাকলে মুছে ফেলুন। আর না থাকলে সরাসরি নিচের লেখাগুলো কপি-পেস্ট করে দিন:
export XMODIFIERS="@im=SCIM" export XIM_PROGRAM="scim -d" export GTK_IM_MODULE="scim" export QT_IM_MODULE="scim"লেখা হলে Save দিয়ে বেরিয়ে আসুন।
এবার System > Preference থেকে SCIM Input Method Setup (Smart Common Input Method) চালু করুন। এরপর বামপাশে IM Engine এর নিচে Global Setup এ যেয়ে Disable All দিয়ে সবগুলো থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন। সেখান থেকে Bengali অপশনে যেয়ে bn-unijoy -এ টিক চিহ্ন দিয়ে Apply করুন এবং Ok দিয়ে বেরিয়ে আসুন।
ব্যস, আপনার কাজ শেষ! এবার কম্পিউটার রিস্টার্ট দিন এবং Ctrl+Space চেপে ইউনিজয় চালু করে ইন্টারনেট ব্রাউজারসহ যেকোন Application এ বাংলা লিখুন!