পৃষ্ঠাসমূহ

blogger widgets

islamic

সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহে ওয়া বরাকাতুহু। প্রিয় ভাই-বোনেরা আমরা অনেকেই বিভিন্ন প্রতিকুলতার জন্য শৈশবে কোরআন শিক্ষা করতে পারিনি, যা আজ আমাদের আফসোসের কারণ হয়ে দাড়িয়েছে বা শৈশবে কোরআন শিক্ষা করে থাকলেও তা সহিহ শুদ্ধরুপে শিক্ষা করা হয়নি। আজ সেই সব ভাই-বোনের জন্য নিয়ে এলাম সহীহ-সহজভাবে কোরআন শিক্ষার এক অমুল্য সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি পাবেন যেমন বাংলায় বর্ণনা সহ অডিও উচ্চারণ যা আপনাকে সহীহরুপে কোরআন শিক্ষা অনেকাংশে সহজ করে দিবে। অনুশীলনের জন্য আপনি যে শব্দটিতে ক্লিক করবেন ঠিক সেই শব্দটিরই অডিও শুনতে পারবেন। কোরআন অনুশীলন করার জন্য এর চেয়ে ভাল কোন সফটওয়্যার হবে কিনা তা আমার সন্দেহ আছে। যাহোক আর বক বক না করে কয়েকটি স্ক্রীণশট দেখে নেই।

০১
সহীহ কোরআন শিক্ষা
০২
সহীহ কোরআন শিক্ষা
০৩
সহীহ কোরআন শিক্ষা
০৪
সহীহ কোরআন শিক্ষা
০৫
সহীহ কোরআন শিক্ষা
সফটওয়্যারটি ডাউনলোড করে এক্সট্রা্ক্ট বা আনজিপ করে নিন। তারপর নীচের ছবিতে দেখানো ফাইলটিতে ক্লিক করলেই সফটওয়্রারটি রান হবে।


সহীহ কোরআন শিক্ষা
আগ্রহী ভাই-বোনেরা ডাউনলোড করার জন্য নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন।

ডাউনলোড