যাদের নোকিয়া মোবাইল ফোন আছে, তারা সহজেই JAF দিয়ে আপনার ফোনটিকে ফ্ল্যাশ করে নিতে পারেন। তবে JAF দিয়ে সকল নকিয়া ফোন ফ্ল্যাশ করা যায়না। যেসব ফোন BB5 মডেলের অর্থাৎ Base Brand 5 সিরিজের শুধু সেগুলোই ফ্ল্যাশ করা সম্ভব। যারা ফ্ল্যাশ দিতে চান তারা আগে JAF ইন্সটল করে নিশ্চিত হয় নিন যে তাদের মডেলের ফোন লিস্টে আছে কিনা। তারপর ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে কাজ শুরু করুন
যা যা লাগবে -
১) ইন্টারনেট কানেকশানসহ পিসি।২) JAF v1.98 ও JAF PKEY Emulator v3 20.22MB ডাউনলোড করুন এখান থেকে
৪) navifirm - 71KB ডাউনলোড করুন এখান থেকে
৫) নকিয়া ফোন যার ফার্মওয়ার ইন্সটল করতে হবে
৬) পিসি-তে কানেক্ট করার জন্য USB কেবল
চলুন কাজ শুরু করে দিই...
১) প্রথমে নকিয়ার সব সফটওয়্যার আনইন্সটল করুন। কারন Nokia PC Suite, Synchronization, Ovi Suite ব্যাকগ্রাউন্ডে কাজ করলে সমস্যা হবে। এগুলো ভালমতো Close করতে পারলে (System Tray থেকেও) আনইন্সটলের দরকার নাই।
এই লিঙ্ক এ যেয়ে মডেল দেখে Firmware ডাউনলোড করে নিন। এখানে Firmware Executable আকারে থাকে, তাই ইন্সটল করা সুবিধা হবে। র্যাপিডশেয়ার থেকে ফাইল ডাউনলোড করার পুর্বে IDM ডিজ্যাবল করে দিন। অথবা ডাউনলোড বাটনে ক্লিক করার সময় Alt চেপে ধরে ক্লিক করুন। এতে কোনো এরর ছাড়াই ডাউনলোড করতে পারবেন। এই নিয়মটাই ভালো। রেপিডশেয়ার থেকে ডাউনলোড করতে সমস্যা হলে গুগল এ যান। তারপর এভাবে আপনার মডেল নাম্বার লিখে সার্চ দিন "site:mediafire.com RM-XXX" এখানে XXX হল নোকিয়া এর কোড, যেমন নোকিয়া ৫১৩০ এর কোড RM-495. এভাবে মিডিয়াফায়ার থেকে ফাইল পেয়ে যাবেন।
উপরের টুকু কঠিন লাগলে navifirm চালু করুন। ইন্টারনেট কানেকশান on থাকতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। Products কলামে মোবাইলের মডেল আসবে। আপনার ফোন মডেল সিলেক্ট করুন। কিছুক্ষণ পর পাশে Releases কলামে ভার্সন লিস্ট আসবে, কাঙ্খিতটি সিলেক্ট করুন। কিছুক্ষণ পর পাশে Variants লিস্ট আসবে, এগুলো বিভিন্ন দেশ, এলাকা ও ভাষা-র Firmware প্রদর্শন করে। যেমন আমার নোকিয়া ৫১৩০ এক্সপ্রেস মিউজিকটি বাংলায়, ও লাল মডেলের। আমি তাই BENGA-RED সিলেক্ট করেছি। তারপর পাশে Firmware Files এর লিস্ট আসবে। All এ ক্লিক করে ডাউনলোড দিন। এগুলো হল ফোনের জন্য প্রয়োজনীয় File. ডাউনলোড হয়ে গেলে ফাইল গুলো C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\* ফোল্ডার এ রাখুন। লক্ষ করুন, আপনি যে মডেলের ফোন সিলেক্ট করবেন, তার কোড দিয়ে ফোল্ডার বানাতে হবে। যেমন নোকিয়া ৫১৩০ এর কোড RM-495, এর ফাইল C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-495 এ রাখতে হবে। এন৭২ এর কোড RM-180, এর ফাইল C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-180 এ রাখতে হবে। কাজ না করলে C:\Program Files\Nokia\Phoenix\Products ফোল্ডার এ ফাইল গুলো রাখুন। navifirm থেকে সহজেই আপনার ফোনের কোড বুঝতে পারবেন।
৪) JAF PKEY Emulator ডাউনলোড করে Run করুন। ছবির মত করে Go তে ক্লিক করুন।
৬) আল্লাহর নাম নিয়ে Flash বাটন এ ক্লিক করুন। সবকিছু ঠিক থাকলে ফোন ফ্ল্যাশ হওয়া শুরু হবে। বক্সে এরকম টেক্সট আসবে যা দেখে Progress বুঝতে পারবেন।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 | JAF version 1.98.62 Detected PKEY: 9000BC25 Card life counter: 99.99% P-key nokia module version 01.02 FBUS INTERFACE NOT CONNECTED!!! USB Cable Driver version: 7.1.29.0 Changing mode...Done! Detected P-KEY: 9000BC25 P-key nokia module version 01.02 Init usb communication... Reading product code... Product Code: 0571945 Searching for JAF saved location of ini... Checking path: C:\Program Files (x86)\Nokia\Phoenix\Products\RM-495\ Searching for default location of ini... Checking path: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\ Scanning ini files... Searching for default location of ini... Checking path: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\ FILES SET FOR FLASHING: MCU Flash file: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.mcusw PPM Flash file: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.ppm_ms CNT Flash file: C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.image_ms_red APE Variant file: NONE Backing up CRT... Detected P-KEY: 9000BC25 P-key nokia module version 01.02 Init usb communication... Reading IMEI... C:\Program Files (x86)\ODEON\JAF\ProgData\358268032450034_CRT_backup_22844.pm Done! Backup CRT OK! Detected P-KEY: 9000BC25 P-key nokia module version 01.02 Init usb communication... Searching for phone...Found Reading SW version...07.97 Reading battery value...3892 mV Init usb flashing... Reading flashid... CMT: 307E0001 <=> SPANSION -> Type not in database APE: 00000000 <=> Flash -> not detected Verifing ADL communication... Status byte 2 Scanning selected flash files... Found CMT ULO server in flash file... ADL->Loader: Update Application Loader -> Single Chip Loader len: 308032, CHK: 0x048B ADL -> Sending loader... ................................................................................................................................................................. Waiting for the phone to boot... Searching for phone... Status byte: 8000 Selecting CMT flash... Result: 0000 Phone is in flash mode... CMT blocks: 2289, APE blocks: 0 Erasing cmt... Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.mcusw... Erasing cmt zone 00000000 - 000006BF ... Erase result: 0000 Erasing cmt zone 000006C0 - 0001FFFF ... Erase result: 0000 Erasing cmt zone 00040000 - 000BFFFF ... Erase result: 0000 Erasing cmt zone 000C0000 - 0013FFFF ... Erase result: 0000 Erasing cmt zone 00140000 - 0137FFFF ... Erase result: 0000 Erasing cmt zone 01380000 - 0151FFFF ... Erase result: 0000 Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.ppm_ms... Erasing cmt zone 01520000 - 01DBFFFF ... Erase result: 0000 Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.image_ms_red... Erasing cmt zone 01DC0000 - 0215FFFF ... Erase result: 0000 Erasing cmt zone 02160000 - 03FBFFFF ... Erase result: 0000 Send CMT CFG... Writing cmt... Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.mcusw... Sending CMT HASH for NOLO Sending CMT HASH for KEYS Sending CMT HASH for PRIMAPP Sending CMT HASH for PASUBTOC cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected cmt->PAPUB_CERTIFICATE_DATA_BB5 block detected, sending... cmt->PAPUB keys already sent... Sending CMT HASH for UPDAPP Sending CMT HASH for DSP0 Sending CMT HASH for MCUSW Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.ppm_ms... Processing C:\Program Files (x86)\Common Files\Nokia\DataPackage\Products\RM-495\rm495__07.97.image_ms_red... Rebooting... Finishing CMT session... Restarting CMT... Pooling phone... MCUSW: V 07.97 13-09-10 RM-495 (c) Nokia APESW: (null) VariantSW: (null) Prodcode: 0571945 Done! |
সতর্কবার্তা
১) কাজ চলাকালে কেব্ল টান দিবেন না, এতে ফোন টি মারাত্তক ক্ষতিগ্রস্ত হবে।২) কাজ চলাকালে পিসি যেন অফ না হয় সেদিকে খেয়াল রাখুন, ল্যাপটপ এ কাজ করলে সুবিধা হবে।
৩) Firmware যেন করাপ্টেড না হয়, তাহলে ফোন চালু হবেনা।
৪) অধৈর্য হবেননা, কাজটি করতে সময় লাগবে, ১০-৩০ মিনিট লাগতে পারে।
৫) সব নিজ দায়িত্বে করবেন। কারো কোনো ক্ষতি হলে আমি নই। তবে আমি এটা নিজে করে ১০০ ভাগ সফল, অন্যদের ক্ষেত্রে না ও হতে পারে।
3.CRT থেকে চেকমার্ক তুলে দিয়ে কাজ করুন.
4.CRT Tool এ ক্লিক করে RPL backup or write করা যায়।
5.কারও যদি RPL সংরক্ষিত না থাকে এবং RPL নষ্ট হয় তবে ফোন এর স্টিকার দেখে IMEI জেনে RPL write করলেই হবে।
Blue-Nokia এর লিংকটা দেখলাম। ভালোই লাগল। আর আমার মতে Downgrade এ টিক না দেয়াই ভাল। এতে রিস্ক কম থাকে। যদিও আমি এটা নিয়ে টিউন করেছিলাম তবুও আপনাকে ধন্যবাদ। কারন সবাই সব টিউন খুজে দেখতে পারেনা। আপনারটাতেও অনেকের উপকার হল।
2. Recently নোকিয়া যে ফোনগুলি রিলিজ দিচ্ছে সেগুলো ফ্লাশ দেওয়া যাবে তো ? (যেহেতু এটি পুরুনো এবং ক্র্যাকড সফটওয্যার ; নতুন ভার্সনের জন্যা তো পয়সা খরচ করতে হৈবেক)
আপনাকে আবারো অসংখ্য ধন্যবাদ ।
২ – আমি ০২-২০১১ এ তৈরী ফোন ফ্ল্যাশ করে দেখেছি। কাজ করবে আশা করি আর নতুন বের হলে ক্র্যাক পাবেন চিন্তা নাই
8.জি ঠিক বলেছেন। নাতো ফোন dead হতে পারে।
Nokia 3250 Nokia 3500 Classic Nokia 3500 Classic Nokia 3600 Slide
Nokia 5000 Nokia 5000 Nokia 5200 Nokia 5200
Nokia 5220 XpressMusic Nokia 5300 XpressMusic Nokia 5300 XpressMusic Nokia 5310 XpressMusic
Nokia 5310 XpressMusic Nokia 5320 XpressMusic Nokia 5500 Nokia 5500 Sport
Nokia 5610 XpressMusic Nokia 5610 XpressMusic Nokia 5700 XpressMusic Nokia 5700 XpressMusic
Nokia 5710 XpressMusic Nokia 5710 XpressMusic Nokia 6085 Nokia 6085
Nokia 6086 Nokia 6110 Navigator Nokia 6110 Navigator Nokia 6120 Classic
Nokia 6120 Classic Nokia 6121 Classic Nokia 6124 Vodafone Nokia 6125
Nokia 6126 Nokia 6126 Nokia 6131 Nokia 6131 NFC
Nokia 6133 Nokia 6133 Nokia 6133 Nokia 6135
Nokia 6136 Nokia 6136 Nokia 6151 Nokia 6210 Navigator
Nokia 6210 Navigator Nokia 6210 Navigator Nokia 6210 Navigator Nokia 6212 Classic
Nokia 6220 Classic Nokia 6220 Classic Nokia 6233 Nokia 6233
Nokia 6234 Nokia 6267 Nokia 6270 Nokia 6280
Nokia 6282 Nokia 6288 Nokia 6290 Nokia 6300
Nokia 6300 Nokia 6300i Nokia 6301 Nokia 6301
Nokia 6500 Classic Nokia 6500 Classic Nokia 6500 Slide Nokia 6500 Slide
Nokia 6555 Nokia 6555 Classic Nokia 6556 Classic Nokia 6600 Fold
Nokia 6600 Slide Nokia 6630 Nokia 6631 (NM850iG) Nokia 6650 T-Mobile
Nokia 6680 Nokia 6681 Nokia 6682 Nokia 7310 Supernova
Nokia 7310 Supernova Nokia 7370 Nokia 7373 Nokia 7390
Nokia 7500 Prism Nokia 7500 Prism Nokia 7510 Supernova Nokia 7610 Supernova
Nokia 7900 Prism Nokia 8600 Luna Nokia 8800 Arte Nokia E50
Nokia E50 Nokia E51 Nokia E51 Nokia E60
Nokia E61 Nokia E61i Nokia E61i Nokia E62
Nokia E65 Nokia E66 Nokia E66 Nokia E66
Nokia E70 Nokia E70 Nokia E71 Nokia E71
Nokia E71 Nokia E90 Communicator Nokia E90 Communicator Nokia N70
Nokia N70 Nokia N71 Nokia N71 Nokia N72
Nokia N73 Nokia N73 Nokia N75 Nokia N76
Nokia N76 Nokia N77 Nokia N77 Nokia N77
Nokia N78 Nokia N78 Nokia N78 Nokia N80
Nokia N80 Nokia N81 Nokia N81 Nokia N81
Nokia N82 Nokia N82 Nokia N90 Nokia N91
Nokia N91 Nokia N91 Nokia N91 Nokia N92
Nokia N92 Nokia N93 Nokia N93 Nokia N93i
Nokia N93i Nokia N95 Nokia N95 8GB Nokia N95 NAM
Nokia N95 8GB NAM Nokia N95 Nokia N95 Nokia N96
amar set e5 manual flash list e show korse na
এইটা দিয়ে ট্রাই করতে পারেন
ভাই, USB দিয়া মোবাইল কানেক্ট করা কালে মোবাইলটি On রাখব নাকি Off রাখব বললে উপকৃত হতাম (হাতে খড়িতো তাই)………………
আপনার আসল IMEI টা তো ফোন এর স্টিকার থেকে জানতে পারবেন। JAF চালু করুন। CRT Tools এ দেখেন। মোবাইল কানেক্ট করে Write RPL দিন, তারপর আপনার মোবাইল এর RPL ফাইল টি দেখিয়ে দিন। তারপর Write এ ক্লিক করে আপনার মোবাইল এর IMEI চেঞ্জ করে নিন।
47001 = Grameen Phone – Bangladesh
47003 = Banglalink – Bangladesh
47002 = Robi – Bangladesh
কোড দুইটা লিখে Built PM এ ক্লিক করলেই ফাইল তৈরী হয়ে যাবে। এবার JAF এ ঢুকে Write PM এ ক্লিক করুন, আর যেভাবে CRT Tool এ বলেছি, ওভাবে RPL ফোন এ রাইট করে নিন। সফল হলে জানাবেন
৪) JAF PKEY Emulator ডাউনলোড করে Run করুন। ছবির মত করে Go তে ক্লিক করুন। অনেকেই সেভেন বা ভিস্তা ব্যাবহার করেন। উইন্ডোজ সেভেনে কাজ করতে হলে Compatibility Mood এ Run as Windows Vista দিতে হবে।
এটা কীভাবে করব?p-key রান হয় কিন্তু error দেখয়,- Checking Windows version …
Windows version: Microsoft
Searching for JAF install location …
Saved winscard.dll to: C:\Program Files\ODEON\JAF\winscard.dll
ERROR: Not supported Windows version
pls হেল্প
গুরুত্বপূর্ণ টিউনের প্রত্যাশা…………… আশা করি পাব!
JAF PKEY EMULATOR এর ফাইল এ রাইট ক্লিক করে Properties এ যান। তারপর Compatiblity ট্যাব এ যান। Run as Windows Vista দিন। ব্যাস!
vaia, obosese jaf-pkey install korar por go dilm……….. but leka astast ..file cannot creat J.A.F BY ODEON……..KI KORIভাইজান, দয়া করে এই কাজ টা করেন > JAF PKEY Emulator এ রাইট ক্লিক করে Properties এ যান। তারপর Compatibility ট্যাবে যান। সেখানে Run this program compatible for এ উইন্ডোজ এক্সপি দিন। তারপর রান করে Go দিলে অবশ্যই JAF চালু হবে।
please insert activated dongle. এই লেখা আসে অন হইনা। কি করব
২- আমি কি Downgrade করতে পারব ?
৩- ফোন যদি dead হয় কি করব ?
৪- ফোন যদি কোন সিগনাল না দেয় ( একে বারে OFF ) তখন কি করব ?
ডাউনগ্রেড করা যায়, তবে কেউ কেউ ব্যার্থ হয়, ফোন নষ্ট হয়ে যেতে পারে, বা চালু নাও হতে পারে।
ফোন ডেড হওয়ার আশঙ্কা নেই। আমি কিন্তু আমার ৫১৩০ ফ্ল্যাশ করে সেটাই টিউনে লিখছি। আমারো ডেড হয়েছিল। জ্যাফ দিয়ে আবার ফ্ল্যাশ করে [ফোন অন করার সময় পাওয়ার বাটন চেপে ধরবেন] ঠিক করেছি।
ফোন সিগনাল দিবেইনা এরকম হবেনা যদি ঠিক ফ্ল্যাশ দেন। তবে টেস্ট মুড বা ফ্ল্যাশ মুডে চলে গেলে কিছু নে দেখাতে পারে। সেক্ষেত্রে জ্যাফে দেখবেন normal – test – flash এরকম আছে। সেটা চেঞ্জ করে দিলেই ফোন নরমাল মুডে চলে আসবে। তবে সকল দায়-দায়িত্ব আপনার। উপরে মন্তব্য দেখুন, অনেকেই কিন্তু সফল
ধন্যবাদ